শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

সাবেক এমপি বিএনপি নেতা শাহজাহান কারাগারে

প্রকাশের সময় : ৬ জুন, ২০১৬, ১২:০০ এএম

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য, হুইপ ও জেলা বিএনপি সভাপতি অধ্যাপক শাহজাহান মিঞা নাশকতার ৩টি মামলায় আদালতে আত্মসমর্পণ করেছেন। গতকাল রোববার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ এনামুল বারী ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (খ অঞ্চল শিবগঞ্জ) শরিফুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করেন। শাহজাহান মিঞার আইনজীবি এড. সোলায়মান বিশু জানান, ২০১৪ সালের ৫ জানুয়ারী উপজেলা কানসাট এলাকায় বিজিরির গুলিতে বিএনপি কর্মী জমশেদ আলী নিহত হয়। এঘটনায় পুলিশ বাদী হয়ে সাবেক এমপি অধ্যাপক শাহাজান মিঞাকে আসামী করে মামলা দায়ের করা হয়। এ ঘটনায় পুলিশের দায়েরকৃত নাশকতার ৩টি মামলায় জামিনের জন্য আদালতে আত্মসমপর্ণ করলে উভয় বিচারক ৩টি মামলায় জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদিকে জামিন না মঞ্জুর করলে আদালত চত্বরে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভে ফেটে পড়ে। বিএনপি নেতাদের দাবি, অবিলম্বে সমস্ত মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবি জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন