দীর্ঘ প্রায় ১৬ বছর পর নওগাঁ জেলা যুবলীগের কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৫ জুলাই স্থানীয় নওযোয়ান মাঠে। এ উপলক্ষে চলছে পান্ডেল নির্মাণের কাজ। অনুষ্ঠিতব্য কাউন্সিলকে সামনে রেখে সরগরম হয়ে উঠেছে গোটা জেলা।
নওগাঁ জেলা যুবলীগের সর্বশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল ২০০৩ সালে। এরপর মাঝে ২০১৩ সালে ৩ মাস মেয়াদী ৩১ সদস্য বিশিষ্ট জেলা যুবলীগের আহবায়ক কমিটি গঠিত হয়। নানা কারণে প্রায় ৬ বছর সেই আহবায়ক কমিটিই বলবৎ রয়েছে নওগাঁ জেলা যুবলীগের। তবে দীর্ঘদিনের স্থবিরতা আর জড়তা কাটিয়ে আগামী ২৫ জুলাইয়ের কাউন্সিলের নির্দেশনা থাকায় এবং সিদ্ধান্ত হওয়ায় কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সাধুবাদ জানিয়েছেন সকল নেতা-কর্মী।
কাউন্সিলে উদ্বোধক হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক,প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এম পি, নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল মালেক, সাধারণ সম্পাদক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এবং নওগাঁ জেলার ৬ জন সংসদ সদস্য। সাংগঠনিক সম্পাদক আবু নাসিম পাভেল।
দলীয় সূত্রে জানা যায়, জেলা যুবলীগের মোট ১২ টি সাংগঠনিক ইউনিট রয়েছে। তবে মহাদেবপুর ও পতœীতলা উপজেলায় এখনও আহবায়ক কমিটি রয়েছে। প্রতিটি ইউনিট থেকে ২৫ জন কাউন্সিলর তাঁদের ভোট প্রয়োগ করতে পারবেন। এছাড়া বর্তমান আহবায়ক কমিটির ৩১ জনও ভোটাধিকার পাবেন।ফলে মোট কাউন্সিলর সংখ্যা দাঁড়িয়েছে ৩২৯ জন।
জেলা যুবলীগের সভাপতি পদপ্রার্থী হিসেবে যাঁদের নাম শোনা যাচ্ছে তাঁরা হলেন জেলা যুবলীগের বর্তমান আহবায়ক নওগাঁ এ্যাডভোকেট বারের সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খোদাদাদ খান পিটু, নওগাঁ জেলা যুবলীগের সাবেক সভাপতি নওগাঁ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম রফিক এবং নওগাঁ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডষ্ট্রি’র সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল।
সাধারন সম্পাদক পদপ্রার্থী হিসেবে জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল কুদ্দুস ,আহবায়ক কমিটির সদস্য ডি.এম আউয়াল আতা, আহবায়ক কমিটির সদস্য আ.ক.ম আতিকুজ্জামান স্বাধীন, আহবায়ক কমিটির সদস্য রাজেশ মজুমদার, নওগাঁ সরকারী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ আব্দুল্লাহ আল হাদী,তিতাশ, জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক তাজুল ইসলাম তোতা, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মুশফিকুর রহমান তোতা, ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক বিমান কুমার রায় ।
নওগাঁ জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে ঘিড়ে নওগাঁ জেলা ব্যাপি সর্বস্তরের আওয়ামী পরিবার সহ আওয়ামী যুবলীগ সংগঠনের অন্তরগত সকল নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দিপনা বিরাজ করছে । বহুল প্রতিক্ষীত এ সম্মেলন কে কেন্দ্র করে আওয়ামী যুবলীগ ও আওয়ামী পরিবারের নেতাকর্মীদের মধ্যে যে কতোটা উত্তেজনা বিরাজ করছে তা আর বলার অপেক্ষা রাখেনা। রাজপথে ও ঋধপবনড়ড়শ ঢ়ধমব এ খুব ভালো ভাবেই পরিলক্ষিত হচ্ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন