মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মাদরাসা শিক্ষায় কারিগরি শিক্ষা অন্তর্ভুক্ত এখন সময়ের দাবি -সাব্বির আহমেদ মোমতাজী

মাগুরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ জুলাই, ২০১৯, ১১:৪১ এএম

মাদরাসা শিক্ষায় কারিগরি শিক্ষা অন্তর্ভুক্তি দেশের বর্তমান প্রেক্ষাপটে জরুরী হয়ে পড়েছে। আর এ কারণে দেশের উন্নয়নের স্বার্থে অবিলম্বে বাস্তবায়ন করা প্রয়োজন। মাগুরা সিদ্দিকীয় কামিল মাদরাসা মিলনায়তনে আজ রবিবার সকালে মাগুরা জেলা জমিয়াতে মোদারেসিন সভাপতি এবি এম মাহফুজুর রহমানের সভাপতিত্বে এক মত বিনিময় সভায় প্রধান অতাথির বক্তব্যে বাংলাদেশ জমিয়াতে মোদারেসিন কেন্দ্রীয় মহাসচিব সাব্বির আহমেদ মোমতাজী এ কথা বলেন। মত বিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন দৈনিক ইনকিলাব এর সহকারি সম্পাদক বিশিষ্ট লেখক মাওলানা ওবায়দুর রহমান নদভী দ, বিশিষ্ট শিক্ষাবিদ মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ দাউদ প্রমুখ। সাব্বির আহমেদ মোমতাজী বলেন, দেশ থেকে সন্ত্রাসবাদ জঙ্গীবাদ চীরতরে নির্মুল করতে সরকারের পদক্ষেপ বাস্তবায়নে সহযোগিতা করার আহব্ন জানান। তিনি এবতেদায়ি মাদরাসায় উপবৃত্তি চালু, নন এমপিও শিক্ষা প্রতিষ্টানের এমপিও ভুক্ত, ২০১৮ সালের শিক্ষা নীতি বাস্তবায়নে সরকারের আশু পদক্ষেপ আশা করেন। আগামী ১ সেপ্টেম্বর ঢাকায় জমিয়াতে মোদারেসিন আয়োজি মাদরাসা শিক্ষা উন্নয়নে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাবনা ও আজকের প্রেক্ষাপট শীর্ষক সম্মেলনে সকল প্রতিষ্ঠান প্রতিনিধিদের উপস্থিত থাকার আহবান জানান। এ মত বিনিময় সভায় মাগুরা জেলার প্রায় ৪০ টি মাদরসারা প্রধান উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন