ল²ীপুরের কমলনগরে কৃষকের প্রায় চার লক্ষাধিক টাকা মূল্যের চারটি গরু চুরি হয়েছে। গত রোববার গভীর রাতে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কৃষক ইসমাইলের বাড়ি থেকে এ সব গরু চুরি হয়।
চুরি যাওয়া গরুর মালিক মো. ইসমাইল জানান, দীর্ঘদিন থেকে চারটি গরু লালন-পালন করে বড় করছেন কোরবানে বিক্রি করার জন্য। গত রোববার রাত আনুমানিক তিনটার দিকে চোরের দল গোয়াল ঘরে ঢুকে তার সব গরু চুরি করে নিয়ে যায়। বিষয়টি নিয়ে থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে।
কমলনগর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ সোলাইমান জানান, চুরির বিষয়ে থানায় অভিযোগ দেয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন