শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কুড়িগ্রামে চাল আত্মসাতের অভিযোগে ফুলবাড়ী সদর ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা হারুন জেল হাজতে

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০১৯, ৬:১৩ পিএম

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ হারুনকে চাল আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বুধবার দুপুরে কুড়িগ্রাম জেলা জজ আদালতে জামিন নিতে আসলে বিজ্ঞ বিচারক মুন্সী রাফিউল আলম তার জামিন না-মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

দুদকের আইনজীবী ও কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর এডভোকেট এস.এম আব্রাহাম লিংকন জানান, গত ঈদুল ফিতর উপলক্ষে গত ৩ জুন ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদ চত্বরে ৬ হাজার ৬৩৪ গরীর দুস্থদের মাঝে ১০ কেজি করে চাল বরাদ্দ করা হয়। তাদের মধ্যে ৬৪৬ জন উপকারভোগী চাল পায়নি জানিয়ে সংশ্লিষ্টদের কাছে অভিযোগ করেন। সেদিনই ফুলবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত বাদি হয়ে পেনাল কোডের ৪০৯ ধারায় ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ হারুনকে আসামী করে মামলা দায়ের করেন। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ উচ্চ আদালতে গেলে তাকে নি¤œ আদালত থেকে জামিন নেয়ার পরামর্শ দেন। বুধবার দুপুরে কুড়িগ্রাম জেলা জজ আদালতে বিজ্ঞ জজ মুন্সি রাফিউল আলমের আদালতে জামিনের আবেদন করা হয়। বিজ্ঞ বিচারক তার জামিন না-মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। আসামী পক্ষে ছিলেন এডভোকেট আমজাদ হোসেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন