শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ইউপি সদস্যের বিরুদ্ধে ভিজিএফ’র চাল আত্মসাতের অভিযোগ

প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

গঙ্গাচড়া (রংপুর) উপজেলা সংবাদদাতা

রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলায় এক ইউপি সদস্য কর্তৃক ভিজিএফ’র চাল আত্মসাতের অভিযোগ উঠেছে। ঘটনটি ঘটেছে উপজেলার বড়বিল ইউনিয়নের ৮নং ওয়ার্ডে। এ ঘটনায় সুষ্ঠু বিচার চেয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছে সুবিধা বঞ্চিতরা। অভিযোগে জানা যায়, ঈদুল আযহা উপলক্ষে সরকারি ভাবে উপজেলার বড়বিল ইউনিয়নে ৮নং ওয়ার্ডের ৪০০ জন দুঃস্থদের মাঝে ১০ কেজি করে চাল বরাদ্দ দেয়া হয় কিন্তু সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য আবুল হাসান খোকন চেয়ারম্যানকে ম্যানেজ করে অন্তত ২শ’ ব্যক্তি নামে ভুয়া বিতরণ তালিকা তৈরি করে ২০ মেঃ টন চাল আত্মসাৎ করে। ৮নং ওয়ার্ড বিতরণ তালিকায় নাম থাকা অমিক্ষা চন্দ্র (৪১০০), আইয়ুব আলী (৪০৮৪), সেরাজুল ইসলাম (৪১৩১) আমজাদ হোসেন (৩৮৩৬) বলেন, তালিকায় তাদের নাম থাকলেও ইউপি সদস্য আবুল হাসান খোকন তাদেরকে চাল না দিয়ে নিজেই উত্তোলন করে আত্মসাৎ করে। এ ব্যাপারে উক্ত ইউপি সদস্যের সাথে যোগাযোগ করা হলে তিনি চাল আত্মসাতের ঘটনা অস্বীকার করেছেন। রংপুরের জেলা প্রশাসক এ প্রতিবেদককে জানান, বিষয়টি আমার জানা আছে, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ্য গত ১০ সেপ্টেম্বর ইউনিয়ন পরিষদ সংলগ্ন ঠাকুড়াদহ বাজারের বিভিন্ন গোডাউন ও দোকান হতে ভিজিএফ’র ১০২ বস্তা চাল জব্দ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল হক ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবুল চন্দ্র রায়। পরে চালগুলো ইউনিয়ন পরিষদ গোডাউনের সীলগালা করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন