যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেছেন, কানে গুজব, হাতে আইন তুলে নেবেন না। এক সঙ্গে ঘাতক ছেলেধরা বলে নিজেরাই বিচারক ও জল্লাদ হয়ে উঠেছে- এরা কারা? কারন কি? মানুষতো কোন ডাকাত, চোর বা দাগী আসামির ওপর ঝাপিয়ে পড়ে না। এই যে, রিফাত হত্যা বা বিশ^জিৎ হত্যাকান্ড তাতে কি দেখলাম আমরা, ফাইজলামির একটা সীমা আছে। সবাই আইন হাতে তুলে নিচ্ছে, তাদের আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর হাতে তুলে দিন।
আজ বৃহস্পতিবার সকালে নওগাঁ নওযোয়ান মাঠে বাংলাদেশ আওয়ামী যুবলীগ নওগাঁ জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
নওগাঁ জেলা যুবলীগের আহবায়ক এ্যাড, খোদাদাদ খান পিটু’র সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন নওগাঁ জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মো: আব্দুল মালেক সাবেক এমপি, নওগাঁ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও মাননীয় খাদ্য মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব সাধন চন্দ্র মজুমদার, আলহাজ¦ মো: শহিদুজ্জামান সরকার এমপি, বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়ারাত, মুজিবুর রহমান চৌধুরী, মাহবুবুর রহমান হিরন, এড. মোতাহার হোসেন সাজু, আনোয়ারুল ইসলাম, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ মহি, সাংগঠনিক সম্পাদক যুবলীগ সাংগঠনিক সম্পাদক আবু আহম্মেদ নাসীম পাভেল, দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমান, শিক্ষা প্রশিক্ষন সম্পাদক মিজুনুল ইসলাম মিজু, মুক্তিযোদ্ধা বিষয়ক উপ-সম্পাদক মো: আশরাফ হোসেন নবাব প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন