গাইবান্ধা জেলা সংবাদাতা
গাইবান্ধা জেলা প্রশাসন ও জেলা সঞ্চয় অধিদপ্তরের উদ্যোগে গতকাল সোমবার গাইবান্ধায় সঞ্চয় সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: আব্দুস সামাদ। এ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘সঞ্চয় অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তার প্রতীক’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: শামছুল আজম, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: আশরাফুল মমিন খান, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, জেলা সঞ্চয় অফিসের সহকারী পরিচালক আবু বকর সিদ্দিক, বিয়াম ল্যাবরেটরি স্কুলের অধ্যাপক শফিকুর রহমানসহ আ.লীগ নেতৃবৃন্দ। এর আগে একটি বর্ণাঢ্য র্যালি স্থানীয় স্বাধীনতা প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক আব্দুস সামাদ বলেন, সঞ্চয়ের মাধ্যমে আমরা বিদেশী নির্ভরশীলতা কমিয়ে দেশকে স্বনির্ভরতা অর্জনে এগিয়ে যাই। তাই সঞ্চয়ের প্রবণতা ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই কর্মসূচি বলিষ্ঠ ভূমিকা রাখবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন