কালকিনি (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা
‘আহলান সাহলান হে মাহে রমজান’ এই শ্লোগানকে সামনে রেখে রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান জানিয়ে র্যালি ও সমাবেশ করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কালকিনি উপজেলা শাখা। গত রোববার বিকেলে র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালকিনি সদর কেন্দ্রীয় মসজিদের সামনে এসে সমাবেশ করে। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কালকিনি উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ তামিম হুসাইনের সভাপতিত্বে এসময় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের জয়েন্ট সেক্রেটারি জেনারেল এস এম আজিজুল হক। আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কালকিনি থানা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা মোস্তফা কামাল, মুহাম্মাদ লুৎফর রহমান মুন্সি, মুহাম্মাদ মাছুম বিল্লাহ ও নাঈম ইসলাম প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন