শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

নিখোঁজের চার দিনেও সন্ধান মেলেনি মোয়াজ্জিনের

প্রকাশের সময় : ৭ জুন, ২০১৬, ১২:০০ এএম

ঝিনাইদহ জেলা সংবাদদাতা

ঝিনাইদহ শহরের পাবলিক হেলথ জামে মসজিদের মোয়াজ্জিন সোহেল রানা (২২) চার দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত শুক্রবার জুমার নামাজের পর একটি কালো রঙের হাইয়েজ গাড়িতে কে বা কারা তাকে তুলে নিয়ে যায়। সেই থেকে তার কোনো সন্ধান নেই। সোহেল রানা ঝিনাইদহ সদর উপজেলার কামারকুন্ডু গ্রামের নুর ইসলামের ছেলে। এ ব্যাপারে সোহেল রানার ভাই মাসুদুর রহমান ঝিনাইদহ সদর থানায় একটি জিডি করেছেন। ঘটনার সময় উপস্থিত এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে মাসুদুর রহমান জানান, গত শুক্রবার দুপুর ২.৪০টার দিকে একটি কালো রঙের হাইয়েজ গাড়ি মসজিদের সামনে এসে দাঁড়ায়। এ সময় সোহেল রানার সাথে কিছু অজ্ঞাত ব্যক্তি কথা বলেন। এ ঘটনার পর থেকেই সোহেল রানাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। পরিবারের ধারণা, কথা বলতে বলতে ওই গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়েছে সোহেল রানাকে। মাসুদুর রহমান আরো জানান, আত্মীয়- স্বজনসহ বিভিন্ন স্থানে সোহেল রানাকে খুঁজেছি, কিন্তু কোথাও তার সন্ধান পাইনি। উপশহর পাড়া পাবলিক হেলথ জামে মসজিদ কমিটির সভাপতি লুৎফর রহমান চৌধূরী জানান, গত ৮-৯ মাস ধরে সোহেল রানা মসজিদের মোয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করছেন। গত শুক্রবার বিকাল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে তার পরিবারের পক্ষ থেকে একটি জিডি করা হয়েছে। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, বিষয়টি আমার জানা ছিল না। আমি খোঁজ নিয়ে উদ্ধারের জন্য চেষ্টা করব।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন