ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা
ঢাকার ধামরাইয়ের ডাউটিয়া গ্রামের ২ সন্তানের জনক মেহেদী হাসান জনি নামে এক যুবকের তার শ্বশুরবাড়িতে রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ গতকাল (মঙ্গলবার) দুপুরে তার লাশ ডাউটিয়া গ্রামে দারোগ আলীর বাড়ি হতে উদ্ধার করে থানায় নিয়ে আসে। জনির বাবা শামীম আল মামুন খান ও ফুফু নিলুফার ইয়াসমীন জানান, জনি ১০ বছর পূর্বে ধামরাই ডাউটিয়া গ্রামে দারগ আলীর মেয়েকে বিয়ে করে ঘরজামাই হয়ে বসবাস করছে। জনির বাবা ও ফুফুর অভিযোগ, জনিকে হত্যা করে হয়েছে, সে ফাঁসি দিতে পারে না। অপরদিকে জনির স্ত্রী আঁখির দাবি, তার স্বামী সোমবার রাতে তারাবি নামাজ পড়ে এসে রাতে যেকোনো সময় ঘরে ফাঁসি দিয়ে আত্মহত্যা করে। পরে তার লাশ ঘরে ঝুলতে দেখে লাশটি মাটিতে নামিয়ে রাখে। পুলিশ জানায়, জনির পরিবারের মধ্যে প্রায়ই ঝগড়াঝাটি হতো, এ কারণে আত্মহত্যা করতে পারে। তবে লাশ ময়নাতদন্তের রিপোর্ট পেয়ে বলা যাবে এটা হত্যা না আত্মহত্যা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন