বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন বন্ধ এবং প্রিয়া সাহার নিরাপত্তার দাবিতে আজ বৃহস্পতিবার বাংলাদেশ উপদূতাবাসের সামনে বিক্ষোভ করেছে ভারতীয় জনতা পার্টির উদ্বাস্তু সেল। তবে পুলিশ বিক্ষোভকারীদের ৩২ জনকে গ্রেপ্তার করে দ্রুত সরিয়ে নিয়ে যায়। এতে দুতাবাসে স্মারকলিপি দেয়ার কথা থাকলেও তা বিক্ষোভকারীরা দিতে পারেননি। দুপুর সাড়ে বারোটা নাগাদ বিজেপি নেতা মোহিত রায়ের নেতৃত্বে একদল বিজেপি কর্মী ট্রাকে করে দূতাবাসের অদূরে নামার পরই পুলিশ তাদের মিছিল করতে বাধা দেয়। এরপরই তাদের গ্রেপ্তার করা হয়। আর কিছু বিজেপি সমর্থক এদিক-ওদিক থেকে বিক্ষোভ দেখানোর চেষ্ট করলেও পুলিশ তা ব্যর্থ করে দিয়েছে। বিক্ষোভ কর্মসূচি মোকাবিলায় সকাল থেকেই পুলিশ বাহিনী দূতাবাসকে নিরাপত্তার ঘেরাটোপে রেখেছিল ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন