ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় আমীর ড. মওলানা মুহাম্মদ ঈসা শাহেদী এক বিবৃতিতে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের মিথ্যাচার এবং দেশের মুসলিম জনগণের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে মিথ্যা নালিশকারী প্রিয়া সাহাকে অবিলম্বে গ্রেফতার এবং দেশদ্রোহী হিসেবে তার বিচার করার দাবি জানিয়েছেন।
তিনি বলেন, দেশদ্রোহী প্রিয়া সাহার ভয়ঙ্কর মিথ্যাচার দেশের স্বাধীনতা-স্বার্বভৌমত্ব ও আন্তঃধর্মীয় সম্প্রীতি বিনষ্টের গভীর ষড়যন্ত্রেরই অংশ। এতবড় জঘন্য অপরাধের পরও সরকার কীভাবে তাকে আশকারা দিচ্ছে আমাদের বুঝে আসে না। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতির উপর কলঙ্ক লেপনকারী এই হিন্দু নেত্রীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সরকারের ভয় কোথায় আমরা জানতে চাই।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন