বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

‘বন্দুকযুদ্ধে’ ছয় ঘণ্টায় নিহত ৫

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

ছয় ঘণ্টায় ‘বন্দুকযুদ্ধে’ তিন জেলায় পাঁচজন নিহত হয়েছেন। এর মধ্যে ময়মনসিংহ দুই, টেকনাফে দুই ও হবিগঞ্জের চুনারুঘাটে একজন রয়েছে। গত রাত থেকে গতকাল ভোর পর্যন্ত বন্দুকযুদ্ধের এ সব ঘটনা ঘটে। পুলিশ ও বিজিবি জানায়, নিহতদের মধ্যে রয়েছে মাদককারবারী, ডাকাত ও ধর্ষণ মামলার অভিযুক্ত আসামি। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে হেরোইন, স্টিলের চাকু, কিরিচ ও শর্টগানের গুলির খোসা উদ্ধার করা হয় আমাদের ব্যুরো প্রধান ও উপজেলা সংবাদদাতাদের পাঠানো তথ্যে বিস্তারিত

ময়মনসিংহ : ময়মনসিংহে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত হয়েছেন। গত রোববার দিবাগত রাত দেড়টার দিকে শহরতলির শম্ভুগঞ্জের চরপুলিয়ামারী ও রাত আড়াইটার দিকে ফুলবাড়ীয়া উপজেলার কালাহদহ ঈদগাহ মাঠ এলাকায় পৃথক এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহতরা হলো জনি মিয়া (২৬) ও জহিরুল ইসলাম (২০)। পুলিশের দাবি, জনি মিয়া চিহ্নিত মাদক কারবারি ও ছিনতাইকারি। তার বিরুদ্ধে মাদক ও ছিনতাইসহ ১১টির বেশি মামলা আছে। অপরদিকে জহিরুল ইসলাম গণধর্ষণ মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. শাহ কামাল আকন্দ বলেন, শহরতলির শম্ভুগঞ্জের চরপুলিয়ামারী এলাকায় কতিপয় মাদক কারবারি ও ছিনতাইকারি অবস্থান করছে খবরে পুলিশ তাদের আটক করার চেষ্টা করে। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ও ঢিল মারতে থাকে। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে শর্টগানের ১৪ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। পরে ঘটনাস্থল থেকে মো. জনি মিয়া নামের এক মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে জনিকে দ্রুত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় ঘটনাস্থল থেকে ২০০ গ্রাম হেরোইন, একটি স্টিলের চাকু ও শর্টগানের ১৪ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়।

ওসি মো. শাহ কামাল আকন্দ আরো বলেন, গত ৩ আগস্ট রাত ৮টার দিকে উপজেলার পলাশতলী এলাকায় ১৬ বছরের এক কিশোরীকে তিনজন মিলে ধর্ষণ করে। ভুক্তভোগি অজ্ঞান হয়ে গেলে তাকে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে এ ঘটনায় ফুলবাড়ীয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়। ওই মামলায় সোমবার মধ্যরাতে আসামি গেফতারে অভিযানে যায় পুলিশ। এ সময় উপজেলার কালাদহ ঈদগাহ মাঠের সামনে ধর্ষণকারিদের গ্রেফতারের চেষ্টা করলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। পরে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোঁড়ে। পরে ঘটনাস্থল থেকে জহিরুল নামের একজন আসামিকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। এ সময় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক জহিরুলকে মৃত ঘোষণা করেন। ওই সময় ঘটনাস্থল থেকে একটি পাইপগান উদ্ধার করা হয়। নিহত জহিরুল ইসলামের বাড়ি ফুলবাড়ীয়া উপজেলার কৈয়ারচালা গ্রামে।

টেকনাফ (কক্সবাজার) : কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গাসহ দুই মাদক পাচারকারী নিহত হয়েছেন। এ সময় বিজিবির চার সদস্য আহত হন। নিহতরা হলেন, উপজেলার হোয়াইক্যং নয়াবাজারের জলিল আহমদের ছেলেদেলোয়ার হোছেন (৩০) এবং উখিয়া উপজেলার কুতুপালং শরণার্থী ক্যাম্প-২ এর রোহিঙ্গা নাগরিক মৃত হায়দার শরীফের ছেলে নুরুল ইসলাম (২৭)। গতকাল সোমবার ভোররাতে উপজেলার হ্নীলা মৌলভী বাজার আড়াই নং সুইচ গেইট পয়েন্ট এলাকায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।

বিজিবি জানায়, ভোররাতে উপজেলার হ্নীলা মৌলভী বাজার আড়াই নং সুইচ গেইট পয়েন্ট দিয়ে মাদকের চালান অনুপ্রবেশের সংবাদ পেয়ে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল ঘটনাস্থলে অবস্থান নেয়। কিছুক্ষণ পর কয়েক ব্যক্তি সশস্ত্র অবস্থায় কয়েকটি পুটলা নিয়ে এগিয়ে আসতে থাকলে বিজিবি জওয়ানরা চ্যালেঞ্জ করায় অস্ত্রধারী দুর্বৃত্তরা বিজিবিকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে এবং কিরিচ নিয়ে হামলা করে।

এতে বিজিবির ৪জন সদস্য আহত হন। বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলিববর্ষণ করার পর হামলাকারীরা পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল তল্লাশি করে ২টি দেশীয় তৈরি বন্দুক, ৪ রাউন্ড তাজা কার্তুজ, ২০ হাজার পিস ইয়াবা ও ২টি কিরিচসহ গুলিবিদ্ধ দুইজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা সদর হাসপাতালে নেয়। আহত বিজিবি সদস্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য গুলিবিদ্ধ দুইজনকে কক্সবাজার রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়। খবর পেয়ে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল রিপোর্ট তৈরির পর মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর মো. শরীফুল ইসলাম জোমাদ্দার জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

হবিগঞ্জ : হবিগঞ্জের চুনারুঘাটে বন্দুকযুদ্ধে সোলেমান নামে এক ডাকাত নিহত হয়েছেন। রবিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার শানখলা ইউনিয়নের ডেওয়াতলী কালিনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোলেমান মৌলভীবাজার জেলার কুলাউড়া এলাকার বাসিন্দা। এ সময় ডাকাতদের হামলায় ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন।

পুলিশ জানায়, রাত ৩টার দিকে একদল ডাকাত ডেওয়াতলী কালিনগর এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাতরা তাদের ওপর আক্রমণ চালায়। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে সোলেমান গুরুতর আহত হয়। এ সময় তার অন্য সঙ্গীরা পালিয়ে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। উক্ত ঘটনায় আহত ৪ পুলিশ সদস্যকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন