শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ফেরার সময়ও ট্রেনের শিডিউল বিপর্যয়

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০১৯, ১২:০০ পিএম | আপডেট : ১২:০৭ পিএম, ১৭ আগস্ট, ২০১৯

ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরতেও ট্রেনে শিডিউল বিপর্যয়ের কবলে পড়েছেন যাত্রীরা। আজ শনিবার (১৭ আগস্ট) সকালে কমলাপুর রেলওয়ে গিয়ে জানা যায়, রাজশাহী থেকে ছেড়ে এসে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ভোর ৪টা ৫০ মিনিটে কমলাপুর আসার কথা ছিল। তবে এটি আসার সম্ভাব্য সময় ছিল ১০টা ২০ মিনিট।

খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ভোর ৫টা ৪০ মিনিটে কমলাপুর আসার কথা থাকলে এটি সকাল ১০ টায় আসার কথা বলা হয়। রংপুর থেকে ঢাকাগামী রংপুর এক্সপ্রেস সকাল ৬টা ৫ মিনিটে কমলাপুর আসার কথা ছিল। তবে সেটির আসার সম্ভাব্য সময় দেয়া হয়েছে বিকেল সাড়ে ৩টায়।

চিলহাটী থেকে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস সকাল ৭টা ১০ মিনিটে আসার কথা ছিল। পরে সেটি আসার সম্ভাব্য সময় দেয়া হয়েছে বেলা ১১টা। পঞ্চগড় থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস সকাল ৮টা ১০ মিনিটে কমলাপুর আসার কথা থাকলেও সেটি বেলা সাড়ে ১১টায় স্টেশন পৌঁছানোর কথা বলা হয়।

কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার আমিনুল ইসলাম জানান, ফিরতি পথে যাত্রীদের চাপের কারণে ট্রেন আসতে বিলম্ব হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন