যশোরের অভয়নগরের তালতলা মাইলপোস্ট রেললাইন ক্রসিংয়ের এলাকায় ট্রেনে কাটা পড়ে বসন্ত দেবনাথ (৬৩) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ ফেব্ররুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর জিআরপি পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত বসন্ত দেবনাথ যশোর জেলার অভয়নগর উপজেলার নওয়াপাড়া এলাকার একতারপুর গ্রামের মৃত আল্লাদ দেবনাথের ছেলে।
স্থানীয়রা জানান, বসন্ত দেবনাথ বাড়ি থেকে বের হয়ে তালতলা এলাকার সেলুনে যাচ্ছিলেন। রেললাইন পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান তিনি।
যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিজানুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন