নাটোরের লালপুর উপজেলার আজিমনগর রেলওয়ে স্টেশনের পূর্বদিকে মনিকহার গ্রাম সংলঙ্গন রেললাইনের ধার থেকে রাসেদুল ইসলাম (২৫) নামের এক ব্যক্তির ট্রেনে কাট লাশ উদ্ধার করা হয়েছে। নিহত রাসেদুল কুষ্টিয়া উপজেলার হাটহরিপুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকালে তার লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।
জানাগেছে, সকালে হাটতে গিয়ে মনিকহার গ্রাম সংলগ্ন রেললাইনের ধারে ট্রেনে কাটা পড়া একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ধারনা করা হচ্ছে রাতের কোন এক সময় কোন এক ট্রেন কাটা পড়ে তার মৃত্যু হয়েছে।
আজিমনগর রেলওয়ে স্টেশন মাস্টার আসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন কোন ট্রেনে কাটা পড়েছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন