টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) ভোরে কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় রেল লাইনে হাটতে গিয়ে ট্রেনের ধাক্কায় ওই দুই যুবক নিহত হন।
নিহতরা হলেন, পাবনার সাথিয়া উপজেলার কাশিনাথপুর গ্রামের চঞ্চল সিকদারের ছেলে মো. সাগর (৩৫) ও একই জেলার আমিনপুর উপজেলার আহাম্মেদপুর গ্রামের মো. লিয়াকতের ছেলো মো. সজিব (৩৩)।
টাঙ্গাইলের ঘারিন্দা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফজলুল হক বিষটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহত যুবকরা রাতে প্রাইভেট কার যোগে ঢাকা হতে পাবনা যাচ্ছিলেন। তাদের প্রাইভেটকারটি ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের হাতিয়া এলাকায় আসলে অপর একটি প্রাইভেটকার ওভারটেক করার সময় তাদের প্রাইভেটকারটি মহাসড়কের পাশে নেমে যায়। পরবর্তীতে চালক গাড়িটিকে উপরে উঠানোর সময় নিহতরা রেল লাইনের উপর হাটাহাটি করতে থাকেন। এ সময় ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তারা নিহত হন।
তিনি আরও জানান, মরদেহ দুটি উদ্ধার করে ফাঁড়িতে আনা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন