রাজশাহী মহানগরীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক কিশোরের (১৫) মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ডিঙ্গাডোবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রেল পুলিশের রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুর হোসেন জানান, রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি কমিউটার ট্রেনে কাটা পড়ে ওই কিশোর। রাজশাহী মেডিকেল কলেজের মর্গে লাশের ময়নাতদন্ত হবে। কিশোরের পরিচয় জানার চেষ্টা চলছে। পরিচয় জানা গেলে লাশ পরিবারকে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন