নীলফামারীর সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক হাসিম (৩০) শহরের গোলাহাট নতুন ক্যাম্প এলাকার কাসিমের ছেলে। সে পেশায় একজন বাদাম বিক্রেতা বলে জানা যায়। রোববার (২৯ মে) সকালে শহরের গোলাহাট বধ্যভূমির অদূরে রেললাইনে এ দুর্ঘটনাটি ঘটে ।
এলাকাবাসী জানায়, খুলনা-চিলাহাটিগামী রকেট মেইল ট্রেনটি সৈয়দপুর শহরের উপকণ্ঠে গোলাহাট বধ্যভূমির পাশে ক্রসিংয়ে পৌঁছে। এ সময় রেললাইন পাড়াপাড়ের সময় হাসিম (৩০) নামে এক ভ্রাম্যমাণ বাদাম বিক্রেতা কাটা পড়ে মারা যায়। নিহত ব্যাক্তি মানসিকভাবে অসুস্থ ও তার একটি এক বছরের মেয়ে রয়েছে ।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন