জামালপুরে ইসলামপুরে ট্রেনে কাটা পড়ে নাঈম খন্দকার (২২) নামের এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো দু’জন।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে ইসলামপুর পৌর এলাকার মোশারফগঞ্জের গাছিপাড়া রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।
নিহত নাঈম দেওয়ানগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের খড়মা মধ্যে গ্রামের শহিদ খন্দকারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোশারফগঞ্জ এলাকায় একটি মাদরাসায় ওয়াজ মাহফিল শুনতে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন নাঈম। এ সময় মোশারফগঞ্জ গাইছিপাড়া রেলক্রোসিং এলাকা পৌঁছালে দেওয়ানগঞ্জগামী একটি লোকাল (২৫৫ আপ) ট্রেনের ধাক্কায় ঘটনারস্থলেই তিনি মারা যান। এসময় আরো দু’জন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন