দুপচাঁচিয়া (বগুড়া) উপজেলা সংবাদদাতা
দুপচাঁচিয়া থানা পুলিশ বুধবার দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামিসহ ৫ জনকে আটক করেছে। এরা হলেন, জালিয়াতি মামলার ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি উপজেলার বাঁকপাল গ্রামের হসরৎ উল্লাহের পুত্র আবুল কালাম আজাদ (৪৫), মাদক মামলায় আদমদিঘী উপজেলার কুন্ডুগ্রামের মৃত হাকিম মিয়ার পুত্র আবু কালাম (৩৭), ৭৫ পুরিয়া গাঁজাসহ মাদক বিক্রেতা উপজেলার উত্তর সাবলা গ্রামের মনছুর আলীর পুত্র সেকেন্দার আলী (৪০), কাহালু উপজেলার চাঁনপুর গ্রামের হেলাল উদ্দীনের পুত্র আরিফ উদ্দীন (২২) এবং সন্দেহজনক শাহ্জাহানপুর উপজেলার খোট্টাপাড়া গ্রামের মৃত আবু জাফরের পুত্র আলমঙ্গীর হোসেন বাবু (২৭)। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, ২ মাদক বিক্রেতার বিরুদ্ধে থানায় পৃথক মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। আটককৃতদের গতকাল বৃহস্পতিবার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন