শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশের সময় : ১০ জুন, ২০১৬, ১২:০০ এএম

মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা
টাঙ্গাইলের মির্জাপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা রাজস্ব কমিটি ও টাঙ্গাইল জেলা প্রশাসক রাজস্ব কমিটি এই ভিডিও কনফারেন্সের আয়োজন করে। মির্জাপুর উপজেলা রাজস্ব কমিটি উপজেলা প্রশাসন মিলনায়তন ও টাঙ্গাইল জেলা রাজস্ব কমিটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় মির্জাপুর উপজেলা কৃষি অফিসের মাধ্যমে উপজেলার প্রশাসনের অর্থায়নে ৩৫ জন কৃষকের মাধ্যমে সেক্স ফেরোমন ট্যাব বিতরণ করা হয়। মির্জাপুর উপজেলা রাজস্ব কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম আহমেদের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সেবা প্রদান ও সমস্যার কথা তুলে ধরেন। অপরদিকে জেলা রাজস্ব কমিটির সভাপতি জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদের বক্তৃতা শোনেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ নাদিকার আখতার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরিফুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. খলিলুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আহসান হাবিব, সাংবাদিক মো. জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন