মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা
মঠবাড়িয়ায় রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে এবং অনিয়ম-দুর্নীতি ও লাগাতার লোডশেডিংয়ের প্রতিবাদে গত বুধবার সন্ধ্যার পরে বিক্ষুব্ধ এলাকাবাসী পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন ও ভাঙচুর করেছে। বিক্ষুব্ধ জনতা গত বুধবার সন্ধ্যার পরে বিদ্যুতের দাবিতে মঠবাড়িয়া পৌর শহরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড এলাকায় পল্লী বিদ্যুতের কার্যালয় ঘেরাও করে। বিক্ষুব্ধ জনতা পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সাইনবোর্ড ভেঙে ফেলে ইটপাটকেল নিক্ষেপ করে। খবর পেয়ে মঠবাড়িয়া উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর উপস্থিত হয়ে বিক্ষুব্ধ জনতাকে বিদ্যুতের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা মিছিল সহকারে উপজেলা পরিষদের সম্মুখের সড়কে টায়ার জ্বালিয়ে দুই ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে। মঠবাড়িয়া থানার অফিসার ইন-চার্জ খন্দকার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উল্লেখ্য, গত চারমাস ধরে মঠবাড়িয়ায় দিনে ও রাতে বিদ্যুৎ সরবরাহে চরম অব্যবস্থাপনা চলে আসছে। এতে জনজীবনে চরম দুর্ভোগের সৃষ্টি হচ্ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন