প্রতারণার অভিযোগে মো. এহসানুল হক হাসান (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। পুলিশ জানিয়েছে, ওই যুবক সরকার দলীয় হুইপ ও পটিয়ার সংসদ সদস্য সামশুল হক চৌধুরীর পিএস পরিচয় দিতেন। এ পরিচয়ে তিনি অনেকের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে বলেও অভিযোগ রয়েছে।
গ্রেফতারের সময় তার কাছে ৩শ পিস ইয়াবা পাওয়া যায়। রোববার রাতে নগরীর কোতোয়ালী থানার ফিরিঙ্গিবাজার ব্রিজঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এহসানুল হকের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলার শোভনদÐী ইউনিয়নের আশাতা গ্রামে। তার বাবার নাম জাফর আহমেদ।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) আসিফ মহিউদ্দীন বলেন, এহসান দীর্ঘদিন ধরে নিজেকে হুইপ সামশুল হক চৌধুরীর পিএস পরিচয় দিয়ে আসছিলেন। এই পরিচয় ব্যবহার করে বিভিন্নজনের কাছ থেকে টাকা দাবি করেছেন এবং বিকাশের মাধ্যমে টাকা নিয়েছেন। স¤প্রতি পাবনার একজন জনপ্রতিনিধির কাছ থেকে প্রতারণার মাধ্যমে সে ৬০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। প্রতারণার বিভিন্ন অভিযোগে তাকে আটক করা হয়। এ সময় তার কাছে ৩শ পিস ইয়াবাও পাওয়া গেছে। তিনি স্বীকার করেছেন দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন এলাকায় তিনি ইয়াবা বিক্রি করে আসছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন