শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

নান্দাইলে কুকুর ও বানরের কামড়ে আহত অর্ধশতাধিক

নান্দাইল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০১৯, ১২:০২ এএম

ময়মনসিংহের নান্দাইল পৌরসভার সদর বাজারে ইদানীং বেওয়ারীশ কুকুরের উপদ্রব বেড়ে গেছে। বিভিন্ন কারণে এর অধিকাংশ কুকুর শরীরে দগদগে ঘাঁ ও র‌্যাবিসবাহিত রোগ নিয়ে প্রকাশ্যে বিচরণ করছে। এতে সাধারন মানুষ কুকুরের আক্রমনে জলাতঙ্ক রোগে আক্রান্ত হওয়ার আশংকা নিয়ে চলাফেরা করছে। গতকাল বৃহস্পতিবার দুপুর প্রায় ১টার দিকে উপজেলা সদর বাজার থেকে হাসপাতাল মোড় পর্যন্ত রাস্তায় অর্ধশতাধিক পথচারীদের কামড়ায়। তাদের মধ্যে ভূইয়াপাড়া গ্রামের রিপন মিয়ার ছেলে মোবারক হোসেন (৭), আমোদাবাদ গ্রামের শহীদুল্লাহ খানের স্ত্রী নার্গিস (৩৫), খারুয়া গ্রামের ফজলুর রহমানের ছেলে মুজিবুর রহমান (৬) এবং চারিআনিপাড়া গ্রামের বাবুল মিয়ার স্ত্রী রেখা (১৮)। নান্দাইল হাসপাতাল সূত্র জানায়, এরা সহ আরো ৪০ এর অধিক কুকুরে কামড়ের রোগী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। অপরদিকে পৌরসভার চন্ডীপাশা মহল্লায় একটি বন্যবানর খোকনের ছেলে শাওন (৬), অরুন চন্দ্র দের মেয়ে জবা (৭), সংগ্রামের ছেলে আনন্দ(৮) জিতেন্দ্র দের আকাশ (১৪), শহীদুল ইসলামে মেয়ে হাবিবা খাতুন (৯), আঃ কদ্দুসের মেয়ে শামীমা আক্তার শান্তা (১০) এবং অরুন চন্দ্র ভদ্রের মেয়ে পূজা (৮) এদের সবাইকে কামড়িয়ে আহত করেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন