হিলি স্থলবন্দরে আমদানি করা ভারতীয় পেঁয়াজের দাম এখন উর্ধ্বমুখী। প্রতিদিনই বাড়ছে পেঁয়াজের দাম। গেলো এক সপ্তাহের ব্যবধানে হিলি স্থলবন্দরের পাইকারী বাজারে পেঁয়াজের দাম কেজিতে ১৫ থেকে ১৮ টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে ৩৮ থেকে ৪০ টাকা কেজি দরে। আমদানি না বাড়লে পেঁয়াজের দাম কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বন্দরের পেঁয়াজ আমদানিকারকরা।
কোরবানী ঈদের পর থেকেই হিলি স্থলবন্দরে বাড়তে শুরু করে ভারত থেকে আমদানি করা পেঁয়াজের দাম। বর্তমানে এই বন্দরের পাইকারী বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৮ থেকে ৪০ টাকা কেজি দরে। নাসিকের উন্নত মানের মোটা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৪ টাকা কেজি দরে।
আমদানিকারকরা বলছেন, ভারতে পেঁয়াজ উৎপাদিত এলাকা বন্যার কারণে আবাদ ক্ষতিগ্রস্ত হওয়ায় সেদেশের মোকাম গুলোতে পেঁয়াজের আমদানি কমে গেছে। সেই সাথে সেখানে পেঁয়াজের দামও বেড়েছে। এদিকে ভারতে দাম বেড়ে যাওয়ায় ক্ষতির আশঙ্কায় পেঁয়াজের আমদানি কমিয়ে দিয়েছে বন্দরের আমদানিকারকরা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন