শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

সীতাকুন্ডে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের অভিযোগ

সীতাকুন্ড (চট্টগ্রাম)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০১৯, ১২:০২ এএম

সীতাকুন্ডে জোরপূর্বক জায়গা দখল করার প্রতিবাদ করায় মামলায় জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে এর পতিকার চেয়ে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হতদরিদ্র রেহানা বেগম। তিনি বলেন, আমার ভাই নাজিম উদ্দিন জৈনক সৈয়দ আহম্মদ থেকে মোট ৪ একর ৭০শতক জায়গা খরিদ করে দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছিলেন। কিন্তু ইতোপূর্বে একটি কোম্পানি সন্ত্রাসী বাহিনী দিয়ে জোরপূর্বক তাদের চাষাবাদের মৌরশী জায়গাগুলো দখল করে নেয়। এর প্রতিবাদ করতে গেলে সন্ত্রাসী বাহিনী দিয়ে হামলা চালান। এসময় মহিলাসহ ৫ জনকে আহত করেন এবং কৃষক নাজিম উদ্দিনকে একটি অস্ত্র মামলা দিয়ে কারাগারে পাঠান বলে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানান তিনি। এদিকে সন্ত্রাসীদের বিরুদ্ধে সিআর মামলা করলেও পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ব্যাবস্থা না নেয়াতে তারা নিরাপত্তাহীনতায় ভূগছেন। তাই পুলিশের উর্ধত্বন মহলের কাছে এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানান বাড়বকুন্ডের মান্দারীটোলা এলাকার ভুক্তভোগী হতদরিদ্র কৃষক পরিবার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন