কিশোরগঞ্জ জেলা সংবাদদাতা
‘নথি ও তথ্য সংরক্ষণে সচেতন হোন, কারণ আরকাইভস একটি সর্বজনীন প্রক্রিয়া’Ñ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে ইন্টারন্যাশনাল আরকাইভস ডে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গত বৃহস্পতিবার বিকেলে জেলা শহরের থানা মার্কেটে অবস্থিত ভোরের আলো সাহিত্য আসরের কার্যালয়ে কিশোরগঞ্জ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি বিশিষ্ট লেখক মো. রেজাউল হাবীব রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ সরকারি চাকরিজীবী কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা কবি মো. নিজাম উদ্দিন। কিশোরগঞ্জ ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক লেখক ও গবেষক আমিনুল হক সাদীর পরিচালনায় আলোচনা সভায় দিবসটির তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন জয়সিদ্ধি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন, কিশোরগঞ্জ ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ পরিষদের সহ-সভাপতি সাংবাদিক নজরুল ইসলাম খায়রুল, সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক আবুল কাশেম, তথ্য ও গবেষণা সম্পাদক কবি মো. আশরাফ আলী, নিরাপদ সড়ক চাইয়ের কিশোরগঞ্জ জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক শফিক কবীর, শিক্ষার্থী মো. মাসুম বিল্লাহ, তথ্য কর্মী মো. ইব্রাহীম, সাগর, ফজলুল হক, ডা. হীরা মিয়া প্রমুখ। আলোচনা সভায় বক্তারা কিশোরগঞ্জ জেলার তথ্য-উপাত্ত নথি সংরক্ষণে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগে সংরক্ষণের আহ্বান জানান এবং জেলার পুরাকীর্তি সংরক্ষণেরও জোরালো দাবি জানান। এ ছাড়াও বক্তারা আরকাইভ অধিদফতরের ভূয়সী প্রশংসা করে ইন্টারন্যাশনাল আরকাইভসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন। আলোচনাসভা শেষে একটি র্যালি বের করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন