কাজিপুর (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা
সিরাজগঞ্জের কাজিপুরের বৃহৎ হাটবাজার হিসেবে পরিচিত সোনামুখী বাজার। এ বাজারের চারপাশে চলাচলের চারটি সড়কের উপরে একশ্রেণীর ব্যবসায়ী সংশ্লিষ্টদের খুশি রেখে দীর্ঘদিন থেকে স্থায়ীভাবে দোকান নির্মাণ করে ইচ্ছেমতো ব্যবসা করে যাচ্ছে। অপরদিকে কিছু ব্যবসায়ী রাস্তার উপরে মালামাল রেখে চলাচলের পথ বন্ধ করে রেখেছে। ফলে চলাচলের প্রতিটি সড়ক সংকীর্ণ হয়ে এসেছে। এই সংকীর্ণ সড়ক আবার অবৈধ ভটভটি, ভ্যানের দখলে। সব মিলিয়ে খুব সাবধানে পথ চলতে হয় স্কুল-কলেজগামী শিশু শিক্ষার্থীসহ পথচারীদের। প্রায় সময় ছোটখাটো দুর্ঘটনা ঘটলেও কর্তৃপক্ষের নজরে এসব পড়ছে না। এদিকে রাস্তার চারপাশে নোংরা আবর্জনার স্তূপ, রোগ-জীবাণুসহ প্রতিনিয়ত দুর্গন্ধ ছড়াচ্ছে। মাছ-মাংস পট্টিসহ ইউনিয়ন ভূমি অফিসের সামনে বেশি। সব মিলিয়ে বাজারের প্রতিটি পট্টি নোংরা রোগাক্রান্ত। সমগ্র বাজারটি যেন একটি ডাস্টবিনে পরিণত হয়েছে। অভিযোগ উঠেছে, এ বাজারের উন্নয়নের নামে সংশ্লিষ্টরা দীর্ঘদিন থেকে বেশির ভাগ টাকা কাজে না লাগিয়ে তা আত্মসাৎ করেছে। ফলে স্বাধীনতার পর থেকে অনুন্নত থেকে গেছে এ সোনামুখী হাট-বাজারটি। এ বাজারে বিনা লাইসেন্সে স্থায়ী ব্যবসায়ীর সংখ্যা শতাধিক। এসব ব্যবসায়ী সরকারের নির্ধারিত রাজস্ব আয়, ইনকামট্যাক্স ভ্যাট ইত্যাদি রাজস্ব আয় ফাঁকি দিয়ে নির্বিঘেœ ব্যবসা করে আঙ্গুল ফুলে কলাগাছ বনে গেছে। সরকার প্রতিবছর এ হাট থেকে লাখ লাখ টাকা রাজস্ব আয় করলেও হাটের কোনো উন্নয়ন পরিলক্ষিত হয়নি। সরকারের রাজস্ব আয় বৃদ্ধির স্বার্থে অত্র এলাকায় নিরাপদ সড়ক ব্যবস্থা ও বাজারটিকে দুর্গন্ধমুক্ত করতে সংশ্লিষ্টদের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন এলাকার মানুষ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন