শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

বগুড়ায় আউটসোর্সিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশের সময় : ১১ জুন, ২০১৬, ১২:০০ এএম

বগুড়া অফিস

লার্নিং এন্ড আর্নিং প্রকল্পের আওতায় বেসিক আউটসোর্সিং ট্রেনিং ফর জার্নালিস্ট বিষয়ে বগুড়ায় একদিনের প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের মিনি কনফারেন্স রুমে সুশীলন এর সহযোগিতায় প্রশিক্ষণে বগুড়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়া জেলা প্রশাসক আশরাফ উদ্দিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুফিয়া নাজিম, সুশীলনের প্রোগ্রাম কো-অর্ডিনেটর ইমতিয়াজুর রহমান, প্রশিক্ষক আল মামুন ও রাসেল মিয়া। প্রশিক্ষণে আউটসোর্সিং বিষয়ে প্রশিক্ষকগণ আলোচনা করেন। প্রশিক্ষণ শেষে দুপুরে বগুড়া জেলা প্রশাসক আশরাফ উদ্দিন প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি যাহেদুর রহমান যাদু, সাধারণ সম্পাদক মাহমুদুল আলম নয়ন, সহ-সভাপতি আব্দুর রহিম বগরা, দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য্য শংকর, দৈনিক ইনকিলাবের আঞ্চলিক প্রধান মহসিন রাজু, দৈনিক উত্তরের খবর সম্পাদক আব্দুস সালাম বাবুসহ অন্য সাংবাদিকবৃন্দ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন