মাদারীপুর জেলা সংবাদদাতা
মাদারীপুরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীসহ নিহত হয়েছেন ২ জন। এ সময় গুরুতর আহত হয় আরো ২ জন। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার সাধুরব্রীজ এলাকায় গতকাল শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- রাজৈরের বেপারীপাড়া এলাকার মজিদ বেপারীর ছেলে রাসেল বেপারী (৩২) ও নয়াকান্দি গ্রামের অজেদ মাতুব্বরের ছেলে সোহরাব মাতুব্বর (২৮)। পুলিশ জানায়, টেকেরহাট থেকে মস্তফাপুরগামী পণ্যবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে সোহরাব মাতুব্বর নামে এক পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে ট্রাকটি বা দিকের একটি গাছের সাথে ধাক্কা লাগলে ট্রাকের মধ্যে থাকা মাছ ব্যবসায়ী রাসেল বেপারী মারা যায়। এ সময় আহত হয় ট্রাকের চালক ও হেলফার।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন