শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

সাভারে পলিটেকনিক শিক্ষার্থীদের মিছিলে পুলিশের লাঠিচার্জ আহত ১০

প্রকাশের সময় : ১১ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, সাভার থেকে

সড়ক দুর্ঘটনায় সহপাঠীর মৃত্যুকে কেন্দ্র করে বিচার দাবিতে সাভারে পলিটেকনিক কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা ও লাঠিচার্জের অভিযোগ উঠেছে। লাঠিচার্জে অন্তত ১০ জন ছাত্র আহত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের পাকিজা এলাকায় ‘মাইক্রো ইনস্টিটিউট অব টেকনোলজি’ (পলিটেকনিক কলেজ)-এর শিক্ষার্থীদের মিছিলে পুলিশি এ হামলার ঘটনা ঘটে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রত্যক্ষদর্শী জানান, বৃহস্পতিবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ড রানা প্লাজার সামনে যাত্রীবাহী বাস চাপায় মজিদপুর এলাকার মাইক্রো ইনস্টিটউট অব টেকনোলজি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী পীযূস চৌধুরী (২৩) নিহত হয়। গতকাল শুক্রবার সকালে সহপাঠী সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার খবর পেয়ে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ওঠে। একপর্যায়ে দুপুরে পীযূস হত্যার বিচারের দাবিতে ঘাতক পরিবহন চালকের ফাঁসি চেয়ে শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজার নিকটে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল বের করে। এ সময় বিক্ষোভ মিছিলে সাভার মডেল থানা পুলিশ বাধা দিলে বাধা উপেক্ষা করে মছিলিটি সামনের দিকে এগিয়ে গেলে পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের লাঠিচার্জে অন্তত ১০ ছাত্র আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় পাওয়া যায়নি। এ প্রসঙ্গে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, মহাসড়ক বন্ধ করে যানজট সৃষ্টি করায় তাদের ছত্রভঙ্গ করে দেয়া হয়েছে। তবে তিনি আর কোনো কথা বলতে রাজি হননি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন