শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

বঙ্গবন্ধুর খুনিদের দেশে এনে বিচার করা হবে

শহিদুল ইসলাম বকুল এমপি

লালপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

নাটোর-১ আসনের এমপি শহিদুল ইসলাম বকুল বলেছেন, ‘বঙ্গবন্ধুর খুনিদের বাংলাদেশে এনেই বিচার করা হবে। তারা পৃথিবীর যে দেশেই থাকুক না কেন তাদের বাংলাদেশে এনেই বিচার করা হবে। তিনি আরো বলেছেন, ‘বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশে পরিনত হয়েছে। আগামীতে বাংলাদেশ উন্নত দেশে পরিনত হবে, এই জন্য জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি করতে তিনি সর্বস্থরের জনগনের সহযোগিতা কামনা করেন।’ গত রবিবার নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ওয়ালিয়া ইউনিয়ন আ.লীগ আয়োজিত বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদৎ বার্ষিকী ও গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সকল কথা বলেন। আলোচনা সভায় ওয়ালিয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান মাস্টারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লালপুর উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী, সাবেক নাটোর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রউফ সরকার, লালপুর থানা আ.লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মুস্তাফিজুল আলম, ওয়ালিয়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আলহাজ নূরী আলম সিদ্দিকী। এসময় নাটোর জেলা আ.লীগের সদস্য উপাধক্ষ্য বাবুল আক্তার, নাটোর জেলা পরিষদের সদস্য আব্দুল্লা হেল সাফি টুকু, লালপুর থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামসহ আ.লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন