শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

নাটোরে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নাটোর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০১৯, ১২:০৩ এএম

নাটোরে অনলাইনে মাঠ পর্যায়ে ভ‚মি উন্নয়ন কর ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসন আয়েজিত কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ।
কর্মশালা উদ্বোধন করে জেলা প্রশাসক বলেন, নাগরিক সেবার মান বাড়াতে ডিজিটাল ভ‚মি ব্যবস্থাপনা গড়ে তোলা হচ্ছে। মাঠ পর্যায়ে জমির খতিয়ান ও কর ব্যবস্থা খুব শিঘ্রই অনলাইনে যাচ্ছে। এতে করে ইউনিয়ন ও পৌর ভ‚মি অফিসে দ্রুততার সাথে সকল নাগরিক সেবা নিশ্চিত করা যাবে এবং কর ব্যবস্থাপনার উন্নয়ন ঘটবে। প্রশিক্ষণলব্ধ জ্ঞানের মাধ্যমে ভ‚মি কর্মকর্তাগনের দক্ষতা বাড়বে এবং সেবা গ্রহিতারা এর সুফল পাবেন বলে জেলা প্রশাসক আশা প্রকাশ করেন।

কর্মশালার উদ্বোধনী সেশনে সভা প্রধানের দায়িত্ব পালন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাঃ শরীফুন্নেছা। নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার সাকিব-আল-রাব্বি প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন। জেলার সাতটি উপজেলার সহকারী কমিশনার (ভ‚মি) এবং ৫২টি ইউনিয়ন ও পৌরসভার ভ‚মি অফিসের উপ সহকারী ভ‚মি কর্মকর্তাগণ কর্মশালায় অংশগ্রহন করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন