বগুড়ার সান্তাহারে সন্ত্রাসীরা পথরোধ করে জিয়াউল হক নাসিম রাঙ্গা (৫৫) নামের এক ব্যবসায়ী কুপিয়ে আহত করেছে। তাকে আশংকাজন অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে সান্তাহার শহরের ইত্তেহাদ প্লসষ্টিক বস্তা ফ্যাক্টারীর মালিক এবং নতুন বাজার এলাকার রেলওয়ের অবসরপ্রাপ্ত র্গাড মুত মহসীন আলীর ছেলে বলে জানাগেছে।
জানা যায়, বুধবার রাত সাড়ে ৮ টারদিকে শহরের পৃর্বঢাকা রোডের ফ্যাক্টারী থেকে মোটর সাইকেল যোগে বাসায় ফিরার পথে সুজিদ রেলগেটের পশ্চিম পাশের ফাইভ ষ্টার এগ্রোরো ফ্রাক্টারীর নিকট সন্ত্রাসীরা মটর সাইকেল দিয়ে তার পথরোধ করে এলোপাতারিভাবে কোপাতে থাকে এসময় ঘটনাস্থলে একটি অটোচার্জার এলে সন্ত্রাসীরা দ্রত পালিয়ে যায়। পরে ওই চার্জারের লোকজন তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভতি করে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন