শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

টাঙ্গাইলে ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে সংবাদ সম্মেলন

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০১৯, ১২:০৩ এএম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব ১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনুর্ধ্ব ১৭) এর জাতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠান আগামী ১ সেপ্টেম্বর টাঙ্গাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
টাঙ্গাইল জেলা প্রশাসকের সভাকক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক শহীদুল ইসলাম জানান, দুপুর ২টায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্নামেন্টের উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে জেলার সংসদ সদস্যবৃন্দ, ব্রাজিলের রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা দি আলিভেইরা জুনিয়র, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দিনসহ মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তা এবং জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়ারবৃন্দ উপস্থিত থাকবে।
জাতীয় পর্যায়ের বালকদের উদ্বোধনী খেলায় অংশ নেবে টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ও ছিলিমপুর ইউনিয়ন দল। বালিকাদের খেলায় অংশ নেবে টাঙ্গাইল সদর ও নাগরপুর উপজেলা দল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন