শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

রামগঞ্জে অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা

ল²ীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

ল²ীপুরের রামগঞ্জে পরকীয়ার মিথ্যা অভিযোগে স্থানীয় ইউনিয়ন যুবলীগ আহবায়ক ও প্রভাবশালী কতৃক জরিমানা করার অপমান সহ্য করতে না পেরে মো. খোকা (২৪) নামের এক দিনমজুর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে। 

ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া গ্রামের কামিলাবাড়িতে। মো. খোকা একই বাড়ির ফজল হকের ছেলে।
স্থানীয় সূত্রে ও নাম প্রকাশ্যে অনিচ্ছুক বাড়ির লোকজন জানান, গত বৃহস্পতিবার রাত ৯ টায় ব্রহ্মপাড়া গ্রামের কামিলাবাড়ির জনৈক মহিলার সাথে দিনমজুর মো. খোকার পরকীয়ার অভিযোগ তুলে একই বাড়ির মো. সোহাগ ইউনিয়ন যুবলীগ আহবায়ক আবদুর রবসহ অন্যদের সংবাদ দেয়।
সংবাদ পেয়ে গত বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত যুবলীগ নেতা আবদুর রব ও মোরশেদসহ কয়েকজন ঐ বাড়িতে গিয়ে পরকীয়ার বিষয়টি সমাধানে শালিস বৈঠক করেন। শালিসে আবদুর রব দিনমজুর মো. খোকাকে অভিযুক্ত করে ১৫ হাজার টাকা জরিমানা করেন এবং গতকাল শুক্রবার সকাল ১০টার মধ্যে টাকা পরিশোধ করার শর্তে ছেড়ে দেয়। শালিসে দিনমজুর মো. খোকা পরকীয়ার বিষয়টি অস্বীকার করে কান্নাকাটি করলেও শালিসদাগণ তাদের সিদ্ধান্তে অটল থাকেন।
এদিকে পরকীয়ার অপবাদ সহ্য করতে না পেরে শালিস বৈঠক শেষ হওয়ার পর রাতের কোন এক সময় কামিলা বাড়ির বাগানের আম গাছে গলায় গামছা দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, আমরা বিষয়টি জানতে পেরেছি। ঘটনাস্থলে রামগঞ্জ থানার এসআই কাওসারুজ্জামানকে পাঠানো হয়েছে। শালিস বৈঠকে বা পরকীয়ার অভিযোগ কোন জরিমানা করা হলে কাউকে ছাড় দেয়া হবে না। লাশ উদ্ধার করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন