বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

মাগুরায় প্রতিবাদ সভা

প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

মাগুরা জেলা সংবাদদাতা : প্রস্তাবিত ফরিদপুর বিভাগ থেকে মাগুরা জেলাকে অন্তর্ভুক্তির অপচেষ্টার প্রতিবাদ জানিয়েছে মাগুরা জেলা সংগ্রাম পরিষদ। গত শুক্রবার সন্ধ্যায় সৈয়দ আতর আলি গণগ্রন্থাগার মিলনায়তনে মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ওয়ালিদুজ্জামান, মোটর শ্রমিক ইউনিয়ন সভাপতি ইমদাদুর রহমান, মাগুরা বণিক সমিতি সভাপতি মুন্সি হুমায়ুন কবির রাজা, উপাধ্যক্ষ গোলাম কাবিয়ার, প্রফেসর মোল্লা আবুসাইদ, জামিউল কদর দলার, রইচউদ্দিন, তানভির রহমান, অ্যাড সমর জোয়ারদার, অ্যাড কাজী মিনহাজ, সাংবাদিক আবু বাসার আখন্দ, অলোক বোস ও রূপক আইচসহ আরো অনেকে। প্রতিবাদ সভায় বক্তারা প্রস্তাবিত ফরিদপুর বিভাগের অন্তর্ভুক্তির অপচেষ্টাকে এ জেলা তথা বৃহত্তর যশোর জেলার সংস্কৃতি ধ্বংসের চক্রান্ত হিসেবে উল্লেখ করে যশোর জেলাকে বিভাগ ঘোষণা করে সেখানে মাগুরায় অন্তর্ভুক্তির দাবি জানান। বক্তারা এই অপতৎপরতা বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন