শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

কালকিনিতে কম্বল বিতরণ

প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

কালকিনি (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা : এনজিও চলন্তিকা যুব সোসাইটির মাদারীপুর জোনাল অফিসের উদ্যোগে কালকিনি বাজার, ভূরঘাটা, শশিকর, বার্থি, কাজিবাকাই, মোস্তফাপুর, পাথুড়িয়ারপাড়, গোপালপুর, সাহেবরামপুর, মোল্লারহাট, কয়ারিয়া, আন্ডারচর, বটতলা, জুরগাঁও, শিকারমঙ্গল ও মিয়ারহাটের সহস্রাধিক দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গত শুক্রবার সংগঠনের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে উক্ত কম্বল বিতরণ করেন। এ সময় চলন্তিকা যুব সোসাইটির মাদারীপুর জোনাল অফিসের এজিএম সরদার মোফাজ্জেল হোসেন, এজিএম মুন্সি ফরহাদ হোসেন, ম্যানেজার ইনচার্জ মো. সাইদুল সরদার, ম্যানেজার মীর পলাশ, ম্যানেজার নেছার উদ্দিন, ডিও কর্মী রাসেলসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন