দুপচাঁচিয়া (বগুড়া) উপজেলা সংবাদদাতা
দুপচাঁচিয়া থানা পুলিশ শুক্রবার দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে নাশকতা মামলার আসামি জামায়াত নেতা জুয়েল (৩৮)-কে আটক করেছে। অপরদিকে মাদকদ্রব্য সান্তাহার সার্কেলের একটি দল ১২ বোতল ফেনসিডিলসহ মুনছুর আলী (৪৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে। থানা সূত্রে জানা গেছে, পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে ঘটনার দিন রাতে থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালায়। ওই দিন রাতে গুনাহার বেড়াগ্রামের মোজার পুত্র ইউনিয়ন জামায়াতের রুকন জুয়েল (৩৮)-কে আটক করেন। তার বিরুদ্ধে থানায় নাশকতা মামলা রয়েছে। অপরদিকে মাদকদ্রব্য সান্তাহার সার্কেলের একটি দল দুপচাঁচিয়া আক্কেলপুর সড়কের সিমলা ব্রিজের নিকট থেকে মুনছুর (৪৬) নামের এক ব্যক্তিকে আটক করে। পরে তার হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ১২ বোতল ফেনসিডিল উদ্ধার করে। সে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার পশ্চিম বালিঘাট এলাকার মন্তাজ আলীর পুত্র। এ ব্যাপারে মাদকদ্রব্য সান্তাহার সার্কেলের পরিদর্শক সামছুল আলম থানায় গতকাল শনিবার মাদকদ্রব্য আইনে মামলা করেছেন। থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত ২ জনকেই গতকাল শনিবার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন