বাগেরহাট জেলা সংবাদদাতা
বাগেরহাটের মোল্লাহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও অন্তত ১২ জন আহত হয়েছেন। গতকাল শনিবার সকালে মোল্লাহাট উপজেলার চুনখোলা ইউনিয়নের সিংগাঁতি গ্রামে এনায়েত চৌধুরী ও কাওসার চৌধুরীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এসময় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। নিহত মগফর চৌধুরী (৬০) মোল্লাহাট উপজেলার চুনখোলা ইউনিয়নের সিংগাঁতি গ্রামের কুটি মিয়া চৌধুরীর ছেলে। স্থানীয় গ্রামবাসীর বরাত দিয়ে মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম খায়রুল আনাম বলেন, মোল্লাহাট উপজেলার চুনখোলা ইউনিয়নের সিংগাঁতি গ্রামে এনায়েত চৌধুরী ও কাওসার চৌধুরীর সঙ্গে স্থানীয় আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সেই বিরোধের জের ধরে শুক্রবার রাতে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে এনায়েত চৌধুরী ও কাওসার চৌধুরীর সমর্থকরা লাঠিসোটা, ঢাল সড়কি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় আধা ঘণ্টা ধরে এদের মধ্যে সংঘর্ষ চলে। এনায়েত চৌধুরীর সমর্থকদের সড়কির আঘাতে প্রতিপক্ষ কাওসার চৌধুরীর বড় ভাই মগফর চৌধুরী ঘটনাস্থলেই নিহত হন। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১২ জন রক্তাক্ত জখম হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখানে পুলিশি প্রহরা জোরদার করা হয়েছে। আহতদের উদ্ধার করে পাশর্^বর্তী গোপালগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন