সিলেট অফিস
সিলেট নগরীর রিকাবিবাজারে চাঁদাবাজি নিয়ে ছাত্রদল ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে ছাত্রলীগ নেতা কামাল আহমদ গুরুতর আহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে রিকাবিবাজারস্থ স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে। আহত কামালকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, স্টেডিয়াম মার্কেটের ড্রাগ হাউজ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে দীর্ঘদিন থেকে চাঁদা আদায় করে আসছে ছাত্রদল ক্যাডার জামিল ও রিপন। এ ধারাবাহিকতায় শুক্রবারও চাঁদা আদায় করতে ওই ব্যবসা প্রতিষ্ঠানে যায় তারা। কিন্তু ওই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক তাদের চাঁদা দিতে অপারগতা প্রকাশ করেন। এক পর্যায়ে জামিল ও রিপন, রাজু, মেহদি, আকবরসহ আরো কয়েকজন সন্ত্রাসী নিয়ে ওই ব্যবসা প্রতিষ্ঠানে আসেন। এ সময় তারা ওই ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করেন। এদিকে খবর পেয়ে ছাত্রলীগ নেতা কামাল আহমদ ঘটনাস্থলে উপস্থিত হন এবং চাঁদাবাজদের বাঁধা দেয়ার চেষ্টা করেন। এ সময় কামালকে মারধর করে তারা পালিয়ে যায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন