নাটোর জেলা সংবাদদাতা : নাটোরের বড়াইগ্রামের মাঝগাঁও ইউনিয়নের বাহিমালী গ্রামে গতকাল শনিবার সকালে আবু রায়হান মোল্লা (৪৮) নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার দুই পা বাঁধা ঝুলন্ত লাশ পাওয়া গেছে। লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। নিহত রায়হান পার্শ্ববর্তী কামারদহ গ্রামের মৃত জাহের আলী মোল্লার ছেলে এবং একটি হত্যা মামলার আসামি। জানা যায়, বাহিমালি হিন্দুপাড়া মন্দিরের পাশের একটি আমগাছে আবু রায়হানের লাশ ঝুলন্ত অবস্থায় ছিল। গতকাল শনিবার সকাল ৭টার দিকে স্থানীয়রা দেখতে পেয়ে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। দুর্বৃত্তরা রাতের কোন এক সময় তাকে শ্বাসরোধে হত্যা করে গাছের সাথে লাশ ঝুলিয়ে রেখে যায় বলে পুলিশের ধারণা। নিহত আবু রায়হান মাঝগাঁও ইউনিয়ন আ’লীগের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ছিলেন বলে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মিজানুর রহমান নিশ্চিত করেছেন। বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই দয়াল কুমার ব্যানার্জি জানান, রায়হানকে কি কারণে কারা হত্যা করেছে তা জানা যায়নি। তবে তার নামে বাহিমালি গ্রামের কৃষক আব্দুল মোতালেব শেখকে গুলি করে হত্যার অভিযোগে মামলা রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন