সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা
নীলফাামারীর সৈয়দপুরে গতকাল শনিবার সকালে নিষিদ্ধ ঘোষিত দুই বস্তা পলিথিন আটক করেছে পুলিশ। যার আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা বলে পুলিশ জানিয়েছে। ঢাকার কাকরাইল থেকে পাঠানো ওই দুই বস্তা পলিথিন দারোয়ানী টেক্সটাইল ঠিকানার অনুকূলে এসএ পার্শ্বেল সার্ভিসে পাঠানো হয়। প্রেরক ও প্রাপকের কোন স্পষ্ট কোনো ঠিকানা নেই। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শহীদ ডা. জিকরুল হক সড়কে অবস্থিত ওই পার্শ্বেল অফিসের গুদাম থেকে এসব পলিথিন আটক করা হয়। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, পার্শ্বেল ম্যানেজার ফোন করায় এসব নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন