সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

চট্টগ্রাম ওয়াসার পানির মূল্য বৃদ্ধিতে উদ্বেগ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০০ এএম

 : ১০ টাকার পানি ১৬ টাকা করায় উদ্বেগ প্রকাশ করে বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ বলেছেন, অস্বাভাবিকভাবে পানির মূল্য বৃদ্ধি নগরবাসীর বোধগম্য নয়। চট্টগ্রাম ওয়াসা গত ৭ বছরে ৭ বার পানির মূল্য বাড়িয়েছে। মাত্র ৬ মাস আগেও ওয়াসা পানির মূল্য বাড়িয়েছে।

গতকাল মঙ্গলবার বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির স্থায়ী পরিষদের সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম ও মহাসচিব এইচ এম মুজিবুল হক শুক্কুর এক যুক্ত বিবৃতিতে চট্টগ্রাম ওয়াসা কর্র্তৃক একই বছরে দ্বিতীয় দফা অস্বাভাবিকভাবে পানির মূল্য বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগ প্রকাশ করেন। উন্নয়ন সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ বলেন, ওয়াসার আইন অনুযায়ী বছরে একবার মাত্র ৫ শতাংশ হারে পানির মূল্য বাড়াতে পারে। আর মুদ্রাস্ফীতিজনিত কারণে বা বিশেষ প্রয়োজনে পানির মূল্য বাড়াতে পারে। এ সুযোগ কাজে লাগিয়ে চট্টগ্রাম ওয়াসা ৬২ শতাংশ পানির মূল্য বাড়ানোর প্রস্তাব দিয়েছেন। যা চট্টগ্রাম শহরের বসবাসরত প্রায় ৬০ লাখ মানুষকে চরম ভোগান্তিতে ফেলবে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন