শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

রোহিঙ্গা সম্পর্কে বিশ্বকে বিভ্রান্ত করেছেন সু চি : ইয়াং লি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০০ এএম

মিয়ানমারে মানবাধিকার প্রশ্নে জাতিসংঘের র‌্যাপোটিয়ার ইয়াং লি বলেছেন, রোহিঙ্গা সঙ্কট নিরসনে অং সাং সূ চি তার দেশে রাষ্ট্রবিহীন মুসলিম সংখ্যালঘুদের বিরুদ্ধে নির্যাতন সম্পর্কে ভয়ানকভাবে ভুল তথ্য দিয়ে বিশ্বকে বিভ্রান্ত করেছেন। নোবেল বিজয়ী সূ চি রোহিঙ্গা সমস্যা সমাধানে হাত পা গুটিয়ে বসে আছেন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন’এর সাথে গতকাল এক বৈঠকে ইয়াং লি একথা বলেন। লি বলেন, সূ চি সামরিক নিষ্পেষণ থেকে মুক্ত হলেও তাকে আর গণতন্ত্রের কর্মী বলা যায় না।

ইয়াং লি বলেন, দশকের পর দশক ধরে রোহিঙ্গাদের ওপর নির্যাতন চলছে। এ নিয়ে সূ চির সত্য কথা বলা উচিত নইলে তার পদত্যাগ করা উচিত। সময় এসেছে তার কথা বলার এবং রোহিঙ্গাদের সম্পর্কে বাক্য ব্যবহারের। রোহিঙ্গারা যাতে নিজেদের স্বকীয়তা বজায় রাখে সে সুযোগ তার নিশ্চিত করা উচিত। ইয়াং লি’র মিয়ানমারে সফরে নিষিদ্ধ করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মিয়ানমার সফরে যাচ্ছেন আগামী সপ্তাহে। ঠিক তার আগেই ইয়াং লি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কাছে আবেদন জানান, রোহিঙ্গাদের ওপর যে নির্যাতন চালাচ্ছে দেশটির সরকার সে কারণে মুনের উচিত গণতন্ত্রের একজন কর্মী হিসেসে নিরবে অবদান রাখা। লি বলেন, প্রেসিডেন্ট মুনের মানবাধিকার আইনজীবী হিসেবে ঐতিহ্য রয়েছে। কিন্তু মিয়ানমারে রোহিঙ্গাদের পক্ষে তিনি কথা বলবেন কি না এ নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। লি আরো বলেন, অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপার বলে রোহিঙ্গাদের ওপর নির্যাতন সত্তে¡ও নিশ্চুপ থাকা লজ্জার ব্যাপার। কারণ এ শতাব্দীতে রোহিঙ্গাদের ওপর যে হত্যাযজ্ঞ চলছে তা সবচেয়ে ভয়ংকর।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন