শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

গুলিতে আহত বিদ্রোহী চেয়ারম্যানের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

প্রকাশের সময় : ১৩ জুন, ২০১৬, ১২:০০ এএম

জয়পুরহাট জেলা সংবাদদাতা : জয়পুরহাটে ভাদসা ইউনিয়ন পরিষদের আ.লীগ সমর্থিত বিদ্রোহী প্রার্থী ও নবনির্বাচিত চেয়ারম্যান একে আজাদ (৪৫) দুর্বৃত্তের গুলিতে আহত হয়ে ১২ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে গত শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। গত ৪ জুন আনুমানিক রাত ১০টার দিকে জয়পুরহাট সদর উপজেলার গোপালপুর ও কোঁচকুঁড়ি গ্রামের মাঝখানের সড়কে ভাদসা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান একে আজাদ রাতে একই উপজেলার দুর্গাদহ বাজার থেকে মোটরসাইকেলে নিজ বাড়ি কোঁচকুঁড়ি গ্রামে ফিরছিলেন। গোপালপুর বাজার পার হয়ে গ্রামের কাছাকাছি পৌঁছামাত্র একদল মুখোশধারী দুর্বৃত্ত অস্ত্রের মুখে তার মোটরসাইকেলের গতিরোধ করে এবং তাকে ধরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তার মাথা দুই হাত ও পেটে মারাত্মক জখম করে এবং গুলি করে। ওই সময় তার চিৎকারে নয়ন নামে এক পথচারী এগিয়ে গেলে তাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে অবস্থার অবনতি হলে উভয়কে ঢাকা মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়। ঢাকা মেডিকেলে ১২ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর অবশেষে গত শনিবার রাতে মৃত্যুবরণ করেন। এ ঘটনায় সদর থানা মামলার পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। পুুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম জানান, চেয়ারম্যান একে আজাদের ওপর এ হামলা চালিয়েছে, তাৎক্ষণিক তা জানা যায়নি। তবে বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন