শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ১০

প্রকাশের সময় : ১৩ জুন, ২০১৬, ১২:০০ এএম

সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা : সিরাজগঞ্জে মহাসড়কে ওভারটেক করতে গিয়ে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে। গতকাল রোববার ভোর সাড়ে ৫টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে কড্ডা-ঝাঐল ওভার ব্রিজের মাঝামাঝি এলাকায় এবং ৬টার দিকে একই মহাসড়কের বানিয়াগাতী এলাকায় এ দুটি দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কামারখন্দ উপজেলার চালা শাহবাজপুর গ্রামের বৎস্য হালদারের ছেলে পামোছা হালদার (২৬) ও কাভার্ড ভ্যানের হেলপার সোহাগ (২৫)। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার এএসআই রাজু আহম্মেদ জানান, রোববার সকালে কামারখন্দের কিছু মাছ ব্যবসায়ী পিকআপ ভ্যানে চড়ে মহিষুটি মাছের আড়তে যাচ্ছিল। পিকআপ ভ্যানটি মধ্য ভদ্রঘাটের বানিয়াগাতী এলাকায় পৌঁছার পর অপর একটি যানবাহনকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডানদিকের গাছের সাথে ধাক্কা খায়। এ সময় ওই গাড়ির চালকসহ ৯ মাছ ব্যবসায়ী আহত হন। আহতদের উদ্ধারের পর সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পামোছা হালদার মাঝি মারা যান। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার এসআই মিজানুর রহমান জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি কাভার্ড ভ্যান একই দিক থেকে আসা সিমেন্ট বোঝাই অপর একটি ট্রাককে ওভারটেক করতে গেলে দুটি যানবাহনের মধ্যে সংঘর্ষ হয়। এতে ট্রাকটি উল্টে খাদে পড়ে যায় এবং কাভার্ডভ্যানটি দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় অন্তত ৩ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থকে আহতদের উদ্ধারের পর সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গুরুতর আহত কাভার্ড ভ্যানের হেলপার সোহাগ মারা যান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন