শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

জোরপূর্বক তালাকনামায় স্বাক্ষর নেয়ায় পিতার বিরুদ্ধে জিডি

প্রকাশের সময় : ১৩ জুন, ২০১৬, ১২:০০ এএম

শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুরে প্রেমিককে বিয়ে করে ঘর সংসারে বাধা দেয়ায় পিতার বিরুদ্ধে শ্রীপুর থানায় জি.ডি করেন মুনমুন ইসলাম (২৩)। মুনমুন কেওয়া পশ্চিম খÐ গ্রামের অধ্যাপক রফিকুল ইসলামের মেয়ে। গত শনিবার সকালে শ্রীপুর থানায় জি.ডি নং ৪০৯ রুজু হয়। জানা যায়, মুনমুন ইসলাম টঙ্গীর গুশুলিয়া এলাকার ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে এমবিবিএস চতুর্থ বর্ষের ছাত্রী। তার সাথে একই এলাকার সিদ্দিকুর রহমানের পুত্র আসাদুজ্জামান নাঈমের অনুমান ২ বছর পূর্বে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরই প্রেক্ষিতে বাবা-মা’র অজান্তে গত ২৬ মার্চ নোটারি পাবলিক ও পরে নিকাহ রেজিস্ট্রারের মাধ্যমে মুনমুন ও নাঈমের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর থেকে তারা উত্তরার একটি ভাড়া বাসায় স্বামী-স্ত্রী হিসেবে বসবাস করে। মুনমুনের স্বামী নাঈম জানায়, তাদের বিয়ের ঘটনা প্রকাশ পেলে ৯ জুন মুনমুনের পিতা রফিকুল ইসলাম তার মেয়েকে উত্তরা থেকে বাড়িতে এনে জোরপূর্বক তালাক নামায় স্বাক্ষর নেয়। এক পর্যায়ে গত শনিবার সকালে মুনমুন বাড়ি থেকে বের হয়ে তার স্বামীর সাথে চলে আসে এবং ঘর-সংসারে বাধা দেয়া এবং মামলায় হয়রানি করার আশঙ্কায় তার পিতার বিরুদ্ধে শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি করেন। মুনমুন ইসলাম জানান, আমি প্রাপ্তবয়স্ক। আমার ভালো-মন্দ বুঝার ক্ষমতা আছে। আমি স্বেচ্ছায় নাঈমকে বিয়ে করেছি। আমার পিতা আমার বিয়ে না মেনে জোরপূর্বক তালাকের চেষ্টা করে। এদিকে মুনমুনের পিতা রফিকুল ইসলামের অভিযোগ, নাঈম তার মেয়েকে অপহরণ করে নিয়ে গেছে। এ ঘটনায় তিনি বাদী হয়ে ৩ ব্যক্তির নামে শ্রীপুর থানায় অপহরণের অভিযোগ দায়ের করেছেন। শ্রীপুর মডেল থানার ওসি মোস্তফা কামাল জানান, অভিযোগ পেয়েছি, ঘটনা তদন্তনাধীন রয়েছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন